জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পার্ট ২ পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারী ২০১১

Posted: December 27, 2010 in দৃষ্টি
Tags: ,

উফফফ… শেষ পর্যন্ত পরীক্ষার তারিখ দিল। হ্যা, আগামী ১৬ই ফেব্রুয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অনার্স পার্ট ২ (সেকেন্ড ইয়ার) এর পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যদি‌ও সম্পূর্ন পরীক্ষা সূচী প্রকাশ করা হয়নি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd তে প্রকাশিত নোটিশে জানুয়ারী-র প্রথম সপ্তাহে পূর্নাঙ্গ পরীক্ষা সূচী প্রকাশ করা হবে বলা হয়েছে।

এসএসসি, এইচএসসি তে ভাল ফলাফল না থাকায় সরকারী বিশ্ববিদ্যালয়ে সুযোগ মেলেনি। ভর্তি হলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজে। প্রথম বর্ষ পার করেই বুঝলাম এর জ্বালা। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আসলে আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কোর্স করছি তাদের কপালটাই খারাপ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সেশনজট শব্দটা মনে হয় সুপার গ্লু দিয়ে সাঁটানো আছে। অলিখিত সেশন জটের কারনে চার বছরের অনার্স শেষ করতে আমাদের প্রায় ছয় বছরের বেশি সময় লাগে। 😦 সেকেন্ড ইয়ার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ২০১০ এর সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে। সেই পরীক্ষা কিনা নেওয়া হচ্ছে ২০১১ এর ফেব্রুয়ারীতে। পাক্কা ৬ মাসের সেশন জটে পড়লাম আমরা। এর আগেও ফার্স্ট ইয়ারের ৪ মাস জট আছে। চিন্তা করলেই কেমন যেন লাগে। আমাদের সাথের ব্যাচের যারা সরকারী কিংবা বেসরকারীতে ভর্তি হয়েছিল তারা আগামী বছরেই গ্রাজুয়েট হয়ে বেরিয়ে যাবে। বিশেষ করে বেসরকারিতে ভর্তি হওয়া বন্ধুরা কত আগেই তাদের গ্রাজুয়েশন শেষ করে ফেলবে। 😦  ইংরেজী উইকিপিডিয়াতে সেশন জট (Session-jam) এর ব্যাখ্যাতে লেখা আছে “Session-jam is a term commonly used in Bangladesh to refer to the failure of public universities to graduate students according to schedule…” তাইলে বোঝেন সেশন জট বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কত বড় একটা ইস্যু…!

তারপর আছে আরেকটা সমস্যা। ফেব্রুয়ারি-র ১৯ তারিখে ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে। হায় রে আমাদের শিক্ষা প্রশাসন !!! ছেলেপুলেরা খেলা দেখবে নাকি পরীক্ষা দেবে ! আমাদের মধ্যে যারা খেলা পাগল তাদের অবস্থা তো একেবারে লেজে গোবরে। খেলার চিন্তা আর পরীক্ষার টেনশন তাদের মাথায় চাপ সৃষ্টি করবে। দুটোই একসঙ্গে করতে গেলে পরীক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

সবকিছু মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি পরিমান অনিয়ম আর দুরাবস্থায় আছে তা ব্যাক্তিগত অভিজ্ঞতা না থাকলে বোঝা সম্ভব না।

যাই হোক কথা না বাড়াই। পরীক্ষার টেনশন এখনো মাথায় ঢোকেনি। জোর করে ঢোকানো লাগবে। দেখি খাতা কলম নিয়ে একটু বসা যায় কিনা। 😐

Comments
  1. রাহাত says:

    আপনি সাবজেক্ট পড়েন ? আমি কিন্তু আপনার মতই ভুক্ত ভোগী…বলা চলে একই নৌকার মাঝি…
    ১৬ ফেব্রুঃ পরীক্ষা হবে না এটা আমি সিউর…

Leave a comment